আজ শনিবার সকাল নয়টায় নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মুন্সিগঞ্জে এসে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত হন। পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি এই শ্লোগানে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমবার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরপিতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বিআরটিএর সহকারী পরিচালকের প্রতিনিধি এস এম ইসতিয়াক, নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল, কাউন্সিলর নার্গিস আক্তার, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, মহিলা পরিষদের সহ সভাপতি হামিদা খাতুন, নিসচা টংগীবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, মুন্সীগঞ্জ মটরচালক লীগের সহ সভাপতি সুজন মাহমুদ, নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি মোঃ এ্যাড সুজন হায়দার জনিসহ অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এ্যাড মৃনাল কান্তি দাস বলেন- সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে আমি সব সময় আছি। হয় মুন্সীগঞ্জে অথবা ঢাকায় ইলিয়াস কাঞ্চন সাহেব যেখানে ডাকবে আমি সেখানেই নিরাপদ সড়কের সাথে থাকব।
উদ্ভোদক মুন্সীগঞ্জ পুলিশ সুপার পিপিএম বার বলেন- ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় নায়ক, তার সংগঠনের কর্মসূচিতে অংশ গ্রহন করে ভাল লাগছে। তবে নিরাপদ সড়ক এবং নিরাপদ সড়ক দায়িত্ব শুধু পুলিশের নয়, যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে তাহলেই সড়ক দূর্ঘটনা কমবে।
প্রধান আলোচক নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন- আপনারা অনেকেই বলেন এই সংগঠন করে কি হয়েছে? সড়ক দূর্ঘটনা বা মৃত্যু তো হচ্ছেই এর জবাবে তিনি বলেন – আমি একটি জরিপ দিলে বুঝবেন সড়ক দূর্ঘটনা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এরপর তিনি ধাপে ধাপে সংগঠনের কার্যক্রম এবং দূর্ঘটনার চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির তথ্য নির্ভর বক্তব্য এবং সড়ক দূর্ঘটনা রোধে করণীয় উপস্থিত সবাই মনোযোগ সহকারে শোনেন।
নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন লিটন, এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া, দপ্তর সম্পাদক আজিজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর নার্গিস আক্তার, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরি সদস্য আব্দুল কাইয়ুম রতন, বাদশা মিয়া, হানিফ সরদার, মফিজুল ইসলাম পলি আক্তার, পলি ইসলাম প্রমুখ।
এর আগে গতকাল শুক্রবার নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন জানান- উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিসচা মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সভাপতিত্ব করবেন মোঃ তাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন।
তিনি আরো বলেন – শনিবারের অনুষ্ঠান সফল করার লক্ষে আজ আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করি। তিনি আরো জানান- উক্ত প্রস্তুতি সভা ও কার্যক্রমে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম মিয়া, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ হানিফ সর্দার, মফিজুল ইসলাম, মোঃ নাঈমুর রহমান নূর, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুস সালাম প্রমূখ।
চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালায় ইলিয়াস কাঞ্চনের বক্তব্য সুনতে ক্লিক করুন এখানে…
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন