English

24 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজে বিশেষ অবদান রাখায় নিসচার ৪ শাখাকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান

- Advertisements -

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক সুরক্ষায় বিশেষত মানুষের কল্যাণে নিবেদিত অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা নিরপাদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ১৯৯৩ সালের ২২ শে অক্টোবর সড়ক দুর্ঘটনায় তাঁর প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনের দুঃখজনক (সড়ক দুর্ঘটনা) মৃত্যুর পরে ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। যে মানুষটির মৃত্যুর মদ্ধদিয়ে এই সামাজিক আন্দোলনের সূচনা সেই মহিয়সী নারী জাহানারা কাঞ্চন এর স্মৃতি রক্ষার্থে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সিদ্ধান্ত নেন নিসচার প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কাজের অবদান সরূপ শাখাগুলোকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করা হবে।

তারই ধারাবাহিকতায় এবার নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজে বিশেষ অবদান রাখায় নিসচার ৪টি শাখাকে মহিয়সী নারী জাহানারা কাঞ্চন স্মৃতি পদক ২০২৪ প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নিরাপদ সড়ক চাই’র (নিসচা) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই পদক প্রদান হয় উক্ত শাখাগুলোকে।

সারাদেশে থাকা ১২০টি শাখার ভেতর ৪টি শাখা রাজশাহী, বগুড়া, বড়লেখা ও কাহালুকে এই পদক প্রদান করা হয়। পদক প্রাপ্ত শাখাগুলো বিগত দিনে স্থানীয় এলাকায় ভাঙ্গা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার প্রয়োজনবোধে সড়কের গর্ত সহ ঝুঁকিপূর্ণ স্থান ঢালাই কাজ ও ইট দিয়ে রাস্তা পাকা করণ কাজ করেছে।

জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রতি বছর নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে শাখাগুলোর কাজের ওপর বিবেচনা করে প্রদান করা হবে।

একই সাথে সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে সৈয়দ এহসান-উল হক স্মৃতি পদক প্রদান করা হয়।

নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন