English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ১২, ২০২৫
- Advertisement -

সোহরাওয়ার্দীর মঞ্চে ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আজ (১২ এপ্রিল) শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ সমাবেশের মঞ্চে দেখা গেছে তাকে।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ সংস্থার অফিসের সামনে থেকে একটি মিছিলে অংশ নিয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গাজায় চালানো নৃশংসতা ও শিশুহত্যা বন্ধের দাবি জানান তিনি। সে প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাসীর শান্তিপূর্ণ প্রতিবাদে ইসরায়েলি বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ শুরু করেছেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা ইস্যুতে মুসলিমবিশ্বের নীরবতা বা বক্তব্যনির্ভর ভূমিকা খুবই হতাশাজনক। সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদে মুখর, যার প্রভাব ধারাবাহিকভাবে ইসরায়েলি হানাদারদের ওপর পড়ছে।

ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।

‘মার্চ ফর গাজা’ গণজমায়েতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সকাল থেকেই ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করে। এতে শাহবাগ ও এর আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে। পিকআপ ভ্যানে করে স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা গেছে তরুণদের।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’ শেষ হয়েছে। আজ বিকেল ৩টার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। বিকেল ৪টার পরে ঘোষণাপত্র পাঠ ও পরে মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না ইলিয়াস কাঞ্চনকে। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নিজের উপস্থিতি জানান দেন এই অভিনেতা। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন