English

20 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। দেশে সোনার মানুষের বড়ই অভাব।

নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০টি পরিবারের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্ত্থা আরেংয়ের সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর মেয়র মাওলানা আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন এরসাদ প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। পঙ্গুত্ব বরণ করে বোঝা হচ্ছে পরিবারের। তারপরও সড়কে ফিরছে না শৃঙ্খলা, সচেতন হচ্ছে না মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সচেতনতার পাশাপাশি মানুষের আচরণ পরিবর্তন জরুরি।

ইলিয়াস কাঞ্চন বলেন, যার পরিবারে দুর্ঘটনা ঘটে, তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারে না। আমাদের এটি প্রতিরোধ করতে হবে। চালক, গাড়ি, পথচারী, আচরণ, আইনের প্রয়োগের অভাব ও সচেতনতার অভাবে দুর্ঘটনা ঘটছে। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। সড়ক ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, পৃথিবীর গতি বেড়েছে, আমাদেরও গতি বেড়েছে। এখন আমরা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি। সবকিছুর গতি বাড়লেও আমাদের আচরণগত পরিবর্তন হয়নি। নিরাপদ সড়কের জন্য আমাদের সবাইকে নিজ থেকে উদ্বুদ্ধ হতে হবে। নিরাপদ সড়ক আন্দোলন যারা করেন, তাদের কোনো স্বার্থ নেই। তারা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে এটি করেন। সবাই দেশকে ভালোবাসার কথা বলে। আমি বলি, দেশকে ভালোবাসতে হলে, নিজেকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলুন।

আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন