English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়ের দাবি জানালেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

আজ ০৪/১০/২০২৩ ইং বুধবার বিকাল ৪ ঘটিকায় ২২ অক্টোবর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্তৃক মাসব্যাপী কর্মসূচীর আলোকে রাজধানীর কাকরাইল মোড়ে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় নিসচা সহযোদ্ধারা রাস্তায় ট্রাফিক নিয়ম ও পথচারীদের সড়কে চলাচল সম্পর্কে অবহিত করার লক্ষে সচেতনামূলক ক্যাম্পেইন পালিত হয়।

এ সময় সড়ক ব্যবহারকারী ও পথচারীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেইফ সিস্টেম এপ্রোচ তথা বহুমুখি পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার আলোকে নিজেদের আইনী ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নে সুফল পেয়েছে।

সেইফ সিস্টেম এপ্রোচের উদ্দেশ্য হলো মানুষ বা সড়ক ব্যবহারকারী ভুল করলেও সড়ক ব্যবস্থাপনা এমন হবে যার ফলে মানুষকে তার ভুলের সর্বোচ্চ মাসুল অর্থাৎ মৃত্যু বা পঙ্গুত্বের শিকার যেন হতে না হয়। এই বিষয়গুলো পথচারী, যাত্রী, চালক ও পরিবহণ শ্রমিকদের কাছে তুলে ধরে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

কর্মসূচী চলাকালে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমের সাথে আলাপকালে জোর দাবী জানান বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রোড সেইফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা যেন পুরোপুরি সেইফ সিস্টেম এপ্রোচের কাজে ব্যবহার করা হয়।

মুলত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি কমে। এরই আলোকে পথচারীসহ অন্যান্য সড়ক ব্যবহারকারীদের সড়কে মৃত্যু কমাতে নতুন আইনী কাঠামো প্রণয়নেরও দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই পথচারী তথা সড়ক ব্যবহারকারী শিকার হচ্ছেন দুর্ঘটনার। কিন্তু বর্তমান আইন বা নীতিকাঠামোতে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়টি উদ্বেগজনকভাবে অনুপস্থিত। তাই একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়ের দাবি জানাচ্ছি যার মূল কেন্দ্রে থাকবে মানুষের জীবনের নিরাপত্তা।

এসময় উপস্থিত ছিলেন, নিসচার মহাসচিব জনাব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক জনাব এস এম আজাদ হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মহসিন হোসেন খান, যুব বিষয়ক সম্পাদক জনাব এম নাহিদ মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সভাপতি লৌহজং উপজেলা শাখা, জনাব মোঃ কাইয়ুম খান, জনাব আব্দুর রাজ্জাক, মোঃ রোকনুজ্জামান রোকন, জনাব কামাল হোসেন খান, কেন্দ্রীয় সাধারণ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন, জনাব আমির হোসেন, জনাব মোঃ মন্টু, জনাব মাহফুজুর রহমান রাফি, জনাব প্রিন্স,ঞ্জনাব মোঃ ইমরান হোসেন, জনাব স্বপন পাল, ধামরাই উপুজেলা শাখা সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ আব্দুল আলীম, জনাব জুলহাস সিকদার জনাব জয় দাস গুপ্ত, জনাব মোঃ ইয়াছিন ইকরাম, কার্যকরী সদস্য, নরসিংদী জেলা শাখা, মোঃ এরশাদ মিয়া, সদস্য সচিব,দাউদকান্দি উপজেলা শাখা, জনাব মোঃ আলমগীর হোসেন, জনাব মাজহারুল ইসলাম, জনাব লায়ন সাব্বির হাজরা, জনাব মোঃ কামরুজ্জামান, জনাব মুক্তাদির মিয়া, সদস্য, আশুলিয়া থানা শাখা, জনাব মোঃ রাজিব, জনাব মোঃ হৃদয়, বাংলা টুইভি, জনাব হাসান আহমেদ, জনাব হাসান সাইদুল সদস্য সচিব, উত্তরা শাখা, জনাব মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য সহযোদ্ধারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন