English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

সড়কে চলাচলের সময় তাড়াহুড়ো করি, জীবনের দিকে তাকাই না: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়কে চলাচলের সময় আমরা তাড়াহুড়ো করি। নিজের জীবনের দিকে তাকাই না। এ জন্য আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হই। আমরা যখন বনের মধ্যে চলাচল করি, তখন হিংস্র জন্তুদের বিষয়ে সতর্ক থাকি, সাবধানতা অবলম্বন করি। কিন্তু সড়কে চলাচল করার সময় সড়কের হিংস্র প্রাণীদের ব্যাপারে আমরা সতর্ক হই না। এ জন্য আমাদের প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হয়।’

বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহত স্মরণ দিবস উপলক্ষে ফরিদপুরে সড়ক দুর্ঘটনা নিয়ে ব্র্যাকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা আড়াইটার দিকে ফরিদপুর ব্র্যাকের লার্নিং সেন্টারে এ আয়োজন করা হয়।

ভার্চ্যুয়ালি সভায় যোগ দিয়ে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন। ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মডারেটর হিসেবে ছিলেন ব্র্যাকের প্রশাসন ও সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ব্র্যাকের স্বাস্থ্য এবং মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন