English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

সড়কের শৃংখলা ফেরাতে রাজধানীর রাজপথে ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

আজ ০৩/১০/২০২৩ ইং মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ২২ অক্টোবর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্তৃক মাসব্যাপী কর্মসূচীর আলোকে রাজধানীর কাকরাইল মোড়ে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় নিসচা সহযোদ্ধারা রাস্তায় ট্রাফিক নিয়ম ও পথচারীদের সড়কে চলাচল সম্পর্কে অবহিত করার লক্ষে সচেতনামূলক ক্যাম্পেইন পালিত হয়।

এ সময় সড়ক ব্যবহারকারী ও পথচারীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন।

ক্যাম্পেইন চলাকালে কাকরাইল মোড়ে নিসচা কর্মিরা পথচারী/যাত্রীদের সাথে কথা বলেন। সচেতনমুলক দিক নির্দেশনা প্রদান করেন।

নিসচার পক্ষ্য থেকে  জানানো হয়েছে কাকরাইল মোড়ে আজ পথচারীদের মাঝে যে বিষয়গুলো বেশী চোখে পড়ার মতো ছিলো তা হলো জেব্রা ক্রসিং ব্যবহারে অনিহা। যত্রতত্র রাস্তা পারাপার।

সেই সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে পথ চলা। আমরা  এমন অসচেতন পথচারীদের হাত ধরে ধরে রাস্তা পারাপারের নিয়মগুলো বুঝিয়ে দেই এবং ফোনে কথা বলে রাস্তা পারাপারে নিষেধ করি।

ক্যাম্পেইন চলাকালে ইলিয়াস কাঞ্চন নিজেও পথচারীদের নিয়ম মেনে পথ চলতে বাধ্য করান। যত্রতত্র রাস্তা পার হওয়া মানুষগুলোকে ডেকে এনে জেব্রাক্রোসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব জনাব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক জনাব এস এম আজাদ হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মহসিন হোসেন খান, প্রচার সম্পাদক জনাব এ.কে.এম ওবায়দূর রহমান, যুব বিষয়ক সম্পাদক জনাব এম নাহিদ মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সভাপতি লৌহজং উপজেলা শাখা, জনাব মোঃ কাইয়ুম খান, কার্যনির্বাহী সদস্য জনাব নাসিম রুমি, জনাব আব্দুর রাজ্জাক, মোঃ রোকনুজ্জামান রোকন, জনাব কামাল হোসেন খান, কেন্দ্রীয় সাধারণ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন, জনাব আমির হোসেন, জনাব মোঃ মন্টু, জনাব মাহফুজুর রহমান রাফি, জনাব প্রিন্স,ঞ্জনাব মোঃ ইমরান হোসেন, জনাব স্বপন পাল, ধামরাই উপুজেলা শাখা সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ আব্দুল আলীম, জনাব জয় দাস গুপ্ত, জনাব মোঃ ইয়াছিন ইকরাম, কার্যকরী সদস্য, নরসিংদী জেলা শাখা, মোঃ এরশাদ মিয়া, জনাব মোঃ রফিক হাসানসহ অন্যান্য সহযোদ্ধারা।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন করে যাচ্ছেন এই অভিনেতা। গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই-নিসচা নামে সংগঠন। আর এই সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি ‘একুশে পদক’ও পান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন