রাজধানী ঢাকায় বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক চাই (নিসচা)র ইউনিফর্ম বিতরণ করা হয় আজ। gree star পাতাবাহার এর সৌজন্যে এই রিফ্লেক্টিভ জ্যাকেট বিতরণ করা হয় রাজধানীর মিরপুর সমগ্র এলাকাতে ও কাকরাইল মোরে। আগামীকালও শিক্ষার্থীদের মাঝে এই রিফ্লেক্টিভ জ্যাকেট বিতরণ করবে নিসচা। নিসচা জানায় আগামীকাল তারা শাহাবাগ,নারায়নগঞ্জ সাইনবোর্ড, সনির আখড়া, যাত্রাবাড়ি,বাসাবো, মুগদা,রায়েল বাগ , কাজলা, খিলগাও, মালিবাগ, শান্তিনগর, বাবুবাজার, কেরানিগঞ্জ, চানকারপুল, তাতিবাজার সমুহে। এই বিতরণ কার্যক্রম আগামী তিনদিন আরো বিভিন্ন স্খানে করা হবে বলে জানায় নিসচা।
এছাড়া নিরাপদ সড়ক চাই আগামীকাল ১০০ শিক্ষার্থীদের মাছে নিরাপদ সড়ক চাই এর ছাতা বিতরণ করবে। এটি স্পন্সর করেছে ডাইমন্ড সিমেন্ট।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর মনিটরিং এ নিসচা যুগ্ম মহাসচিব সাকিব হোসেন ও চট্রগ্রামে মহানগর এর সাধারন সম্পাদক সফিক আহমেদ সাজিব এর নেতৃত্বে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর অনুমোদনক্রমে পুরো বিষয়গুলো তত্বাবধায়ন করছেন ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।