দেশের সুন্দর শহর হিসেবে খ্যাত রাজশাহী মহানগরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিজ হাতে রোপণ করা গাছে গেলো বছর আম ধরেছে। দীর্ঘদিন পরিচর্যার পর গত বছর গাছটিতে আম ধরে। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)-তে এ গাছটির অবস্থান।
জানা গেছে, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা কমিটির আয়োজনে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আসেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ওই সময় পিটিআই মাঠ প্রাঙ্গণে নিজ হাতে আমের গাছ রোপণ করেন ইলিয়াস কাঞ্চন।
৫বছর পর আজ আবারও নিসচার আয়োজনে রাজশাহী পিটিআই-তে শিক্ষকদের ট্রেনিং প্রদান অনুষ্ঠানে আসেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এবং এখানে আসার পর সেখানকার শিক্ষকরা ইলিয়াস কাঞ্চনকে অবগত করেন আপনার হাতে লাগানো গাছে গত বছর আম ধরেছে। নিজ হাতে লাগানো গাছটি সময়ের স্রোতে ভেসে এখন এতটা বড় হয়েছে এবং তাতে ফল দেয়া শুরু হয়েছে এ আনন্দ যেন প্রকাশ করার মতো নয়। এ এক অন্য রকম অনুভুতি। ইলিয়াস কাঞ্চন গাছটির কাছে গিয়ে গাছটি দেখেন। শিক্ষকরা জানান নিয়মিত এই গাছটির পরিচর্যা করা হয়। এবং আজ আরো কিছু গাছ ইলিয়াস কাঞ্চন সেখানে রোপন করেন।