English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত

- Advertisements -

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত। ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজেন এতে অংশগ্রহন করে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি।

প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, নির্বাহী অফিসার, ভৈরব ও সভাপতি, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই (নিসচা)।

অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে চলার সময় আমরা কি সবাই নিয়ম মেনে পথ চলি? নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি? আমরা কিন্তু অনেকে তা করিনা। অথচ নিরাপদে বাঁচতে চাই। নিরাপদে বাঁচতে হলে নিজেকে নিজের অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আইন মেনে চলতে হবে। ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি এখন নিরাপদ সড়ক বাস্তবায়ন করা। প্রায় ৩ দশক হতে চললো সড়ককে নিরাপদ করার সামাজিক আন্দোলন চালিয়ে আসছে নিসচা। এই সামাজিক আন্দোলনের শুরু থেকেই আমরা চালক, মালিক, যাত্রী এবং প্রশাসন সবাইকে যার যার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করতে চেয়েছি। আজও সেই কাজটি করে চলেছি। কিন্তু সবাই কি নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে সবাই পালন করছে? তিনি বলেন, এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা একটি স্পষ্ট বোধ করতে পেরেছি যে, সড়ককে নিরাপদ করার কাজটি অত্যন্ত কঠিন। মালিক, প্রশাসন এবং যাত্রীদের অধিকাংশ শিক্ষিত হওয়া সত্ত্বেও নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কতটা আন্তরিক, সেটাই যেখানে প্রশ্ন সেখানে কতটুকু সচেতনতা আশা করা যায়। যে কারণে প্রশ্ন উঠেছে, সড়ক দুর্ঘটনা কেন রোধ হচ্ছে না?

ইলিয়াস কাঞ্চন সবাইকে সচেতন হবার আহবান জানান। তিনি সড়কে চলার সময় চালকদের বিরক্ত করতে বারন করেন। তিনি বুঝিয়ে বলেন, একজন চালক অনেক সময় যানজটে আটকা পড়ে থাকার পর যখন গাড়ি নিয়ে চলার সুযোগ পায় তখন সে চেষ্টা করে তার গন্তব্যে ছোটার। কিন্তু ঠিক ঐ সময় অনেক পথচারী সেই গাড়ির সামনে হাত উঁচু করে থামিয়ে দিয়ে রাস্তা পার হবার চেষ্টা করি! এটা ভূল কাজ। যানজন থেকে ছাড়া পাবার পর কোন চালককে এভাবে কেউ আটকাতে গেলে সে চালক অটোমেটিক বিরক্ত হবে। অনেক সময় এভাবেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পথচারী হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে অথচ গাড়ি থামছে না। চালক পথচারীর এই ভূল বোঝাবুঝির মাঝে হঠাৎ ঘটে যাচ্ছে দুর্ঘটনা। তিনি রাস্তায় চলন্ত গাড়ি হাত দেখিয়ে থামিয়ে রাস্তা পার হওয়া থেকে সকলকে বিরত থাকতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, মেয়র, ভৈরব পৌরসভা। জনাব লিটন এরশাদ মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি। জনাব ডা. বুলবুল আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভৈরব। জনাব শাহ্ আলম মোল্লা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভৈরব থানা। জনাব মোহাম্মদ আব্দুর রউফ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, হাজী আসমত সরকারি কলেজ, ভৈরব।

সভাপতিত্ব করেন জনাব এস এম বাকী বিল্লাহ, সভাপতি নিসচা ভৈরব শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন, জনাব মোঃ আলাল উদ্দিন, কেন্দ্রীয় কার্যকরি সদস্য ও সাধারন সম্পাদক (নিসচা) ভৈরব শাখা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসাদুর রহমান, অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি নিরাপদ সড়ক চাই (নিসচ)। জনাব এস.এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, নিরাপদ সড়ক চাই (নিসচা)। জনাব আবদুর রহমান, সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি। জনাব রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি ও কার্যকরি সদস্য, কেন্দ্রীয় কমিটি। জনাব নাহিদুর ইসলাম, সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি। জনাব মোঃ মোহসিন খান, সমাজকল্যাণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি।

শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণ ও সমাবেশ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৫টায় ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষেমাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ভৈরবের ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই (নিসচা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন