নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আয়োজনে রোডক্র্যাশে নিহতদের স্মরণে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা রাজধানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে।
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজধানীর কাকরাইলে নিসচা কর্মিসহ জনসাধারনের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়। রোডক্র্যাশে নিহতদের স্মরণে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবসে এ কর্মসূচি পালন করা হয়।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মোমবাতি প্রজ্বলনকালে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট, যেখানে সড়ক দুর্ঘটনায় নিহত এবং গুরুতর আহত লক্ষ লক্ষ মানুষকে স্মরণ করা হয়। পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী তাদের পরিবার এবং সম্প্রদায়ের ভোগান্তিকে স্বীকৃতি দেওয়া হয়। ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা আজ যারা সুস্থ্য আছেন তারা যেন এই স্বরণের তালিকায় যুক্ত না হন একারণে সবাইকে সচেতন হতে হবে। সড়ক ব্যাবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের ভুলে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন সে বিষয়ে ট্রাফিক আইন জানতে হবে এবং মানতে হবে।