English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

বন্যা দুর্গতদের পাশে কাজ করছে নিসচা: দেশবাসীর কাছে ইলিয়াস কাঞ্চনের আহবান সকলে এগিয়ে আসুন

- Advertisements -

অপ্রত্যাশিত ভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চল তলিয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফুঁসে উঠেছে দেশ। লাখ লাখ মানুষ পানি বন্দি। ঘটছে প্রাণ হানির ঘটনা। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। দেশের এই ক্লান্তিলগ্নে সবাইকে এগিয়ে আসার আহবান জানালেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি আজ এক ভিডিও বার্তায় তার নিসচা কর্মিসহ দেশের সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ইতিমদ্ধ্যে বন্যা কবলিত সকল স্থানে থাকা আমার নিসচা শাখার কর্মিরা তাদের সাধ্য মতো সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি অন্য সকলকেও সাধ্য মতো এগিয়ে আসার আহবান জানান।

ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা জানেন যে অপ্রত্যাশিত ভাবে এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চ বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলবীবাজার এবং বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। গৃহ হারা হয়ে আছে। অবর্ণীয় দুর্দশার মধ্যে তারা দিন কাটাচ্ছে। আপনারা জানেন, দেশের যেকোনো দুর্যোগকালে নিরাপদ সড়ক চাই এবং আমি দেশ এবং দেশের মানুষের পাশে থেকেছি। অলরেডি আমাদের যে শাখাগুলো আছে সেগুলো কাজ করছে। শাখাগুলোর মধ্যে চট্টগ্রাম মহানগর কমিটি, চট্টগ্রাম উত্তর জেলা,ফেনী জেলা শাখা, দাগোনভুয়া উপজেলা শাখা, কুমিল্লা জেলা শাখা, দাউদকান্দি উপজেলা শাখা, নোয়াখালী জেলার কমলগঞ্জ উপজেলা শাখা, জুড়িয়া উপজেলা, বড়লেখা উপজেলা শাখাগুলো কাজ শুরু করছে। এবং অন্যান্য জায়গাগুলোতে যারা আছে তাদেরও আমাদের দেশের মানুষের পাশে থাকার জন্য আমি আহ্বান করছি। আমাদের যেখানে যেখানে যে শাখাগুলো আছে তারা যেন এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ায় সেই আহবান জানাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, চিটাগং থেকে আমরা খবর পেয়ছি সেখানে আমার নিসচা শাখার কর্মিরা নৌকা এবং ট্রাক দিয়ে মানুষগুলোকে দুর্গত স্থান থেকে আনার চেষ্টা করছে এবং তাদেরকে শুকনো খাবার এবং অন্যান্য জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা জরুরিভাবে আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার অফিস বন্ধ থাকবে সেই কারণে আমরা শনিবার দিন জরুরী মিটিং ডেকেছি। সেই মিটিংএ আমরা আলোচনা করে কেন্দ্রীয় কমিটি থেকে আমিসহ এই কেন্দ্র থেকে কি করা যেতে পারে বন্যার্ত মানুষের জন্য তার সিদ্ধান্ত গ্রহন করা হবে।

ইলিয়াস কাঞ্চন দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বলেন, দেশটি অল্প কিছুদিন হলো নতুন সরকারের হাতে গেছে। এর মাঝে এই একটা দুর্যোগ। এমনিই আমাদের একটা ক্লান্তিকাল চলছে। আমাদের যে অর্জন সেই অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে এবং সেটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমাদের অর্জন বৃথা যাবে।

তিনি একটি সত্য ঘটনা উল্লেখ করে বলেন, দুইজন মানুষ ঝগড়া করছিল।

ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন বলল যে তুই আমার কিছুই ছিঁড়তে পারবি না। তখন ওই মানুষটি আবার জবাব দিচ্ছিল। ছিড়তে না পারি টেনে ব্যথা করে দিতে পারব। আমাদের কিন্তু এই অবস্থা দাড়িয়েছে। পরাজিত যারা হয়েছে তারা নানান ভাবে চক্রান্ত করছে বাঁধ খুলে দিচ্ছে। নানান রকমের অপপ্রচার চালাচ্ছে। তাঁরা কিন্তু এই একই রকমের এটাই করতে চায়, আমাদের কিছু ছিড়তে পারবে না কিন্তু টেনে ব্যথা করার চেষ্টা করছে।

কাজেই এই মানুষগুলোর রূপ আসলে বুঝতে হবে। তারা কিন্তু তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত বন্ধ হয়ে যায়নি। তারা কিন্তু আরো অনেক কিছুই করবে। আমাদেরকে প্রত্যেককেই সজাগ থাকতে হবে।

পরিশেষে ইলিয়াস কাঞ্চন আবারো সবার জন্য দোয়া কামনা করে বলেন, প্রিয় দেশবাসী ভালো থাকুন এবং আল্লার কাছে দোয়া চান যেন আমাদের এই বিপদ থেকে আল্লাতালা রক্ষা করেন। আমাদের এই বানভাসি মানুষদের দুঃখ যেন আল্লাহ রোধ করেন। যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকেও যেন আল্লাহতালা শাস্তি প্রদান করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন