ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তিনদিন ব্যাপী রোড সেফটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কাম্পেইনে বাংলাদেশ থেকে অংশগ্রহন করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যাম্পেইন এর শেষ দিন ইলিয়াস কাঞ্চন তার ফেসবুক লাইভে এসে তিনদিন ব্যাপী রোড সেফটি ক্যাম্পেইন সম্পর্কে কিছু আলোচনা করেন এবং ক্যাম্পেইনের বেশ কিছু তথ্য তুলে ধরেন।
ইলিয়াস কাঞ্চন জানান, এই ক্যাম্পেইনে বাংলাদেশ থেকে তিনিসহ ১২ সদস্য বিশিষ্ট একটি টিম অংশগ্রহন করেছিলেন। এই ক্যাম্পেইনে এবার যে বিষয়গুলোর অপর বেশী গুরুত্ব দেয়া হয়েছে তার মধ্যে মটোরসাইল ছিলো অন্যতম। সারা বিশ্বে মটোরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে ক্যাম্পেইনে নানা দিক তুলে ধরা হয়। জানা গেছে অনেক দেশ ইতিমদ্ধে বাইক দুর্ঘটনারোধে এবিএস ব্রেক সিষ্টেম চালু করেছে। এই এবিএস ব্রেক সিষ্টেম এর কারণে এক জরীপে দেখা গেছে ৬০% এর মতো দুর্ঘটনারোধ পেয়েছে।
এই এবিএস ব্রেক সিষ্টেম চালু করার জন্য মালোয়েশিয়া কম্বলিয়া থাইল্যান্ডে আইন পাশ করা হয়েছে যেন এই সিষ্টেমটি বাধ্যতামুলক ব্যাবহার করা হয়। এই সিষ্টেমটি চালু করতে ৪০ ডলার এর মতো খরচ বহন করতে হয় বলে জানা গেছে। ইলিয়াস কাঞ্চন বলেন, এই ক্যাম্পেইনে আমাদের সাথে অংশগ্রহন করেন বিআরটিএর কর্তকর্তা আমরা আলোচনা করেছি আমাদের দেশেও যেন নিরাপত্তার জন্য এই এবিএস সিষ্টেমটি চালু করতে পারি।
ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন দেশের সকল বাইকারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের নিরাপত্তার জন্য এই এবিএস ব্রেক সিষ্টেম ব্যবহারে উদ্বুদ্ধ হোন। এতে করে জীবনের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে।