০১ ডিসেম্বর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ৫ নভেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সভায় ‘প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক জনাব ফিরোজ আলম মিলন।
সভায় ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন মহাসচিব লিটন এরশাদ। কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সভাপতি লৌহজং উপজেলা শাখা জনাব মোঃ কাইয়ুম খান ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী।এছাড়া সদস্য সচিব মনোনীত হয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবদুর রহমান। সদস্যরা হলেন-
১. সৈয়দ এহসান-উল হক কামাল
২. বেলায়েত হোসেন খান নান্টু
৩.জুনাইদুর রহমান মাহফুজ
৪. মোঃ গনি মিয়া বাবুল
৫.আসাদুর রহমান আসাদ
৬.এস এম আজাদ হোসেন
৭. এ্যাড. তৌফিক আহসান টিটু
৮.জহিরুল ইসলাম মিশু
৯. সৈয়দ একরামুল হক
১০. মোঃ রোকনুজ্জামান রোকন
১১.মোঃ নাহিদুল ইসলাম
১২.এ কে এম ওবায়দুর রহমান
১৩.শাহানাজ শারমীন
১৪. মোহাম্মদ মহসিন খান
১৫. এম নাহিদ মিয়া
১৬. এ কে আজাদ
১৭. ডঃ হরিপদ রায়
১৮. রিয়াজ উদ্দিন রিয়াজ
১৯. কামাল হোসেন খান
২০. সেকেন্দার আলম রিন্টু
২১. এ্যাড.দীপক কুমার সরকার
২২. শফিক আহমেদ সাজীব
২৩. এম জামাল হোসেন মন্ডল
২৪. মোঃ আলাল উদ্দিন
২৫.নুরুল হুদা
২৬. মোঃ শাকিব হোসেন
২৭. আব্দুল কাদের চৌধুরী মুন্না
২৮. আব্দুর রাজ্জাক
২৯. এ্যাড. রাবেয়া সুলতানা ববি
নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব জনাব লিটন এরশাদ পদাধিকার বলে কমিটিতে আছেন।
সভায় এ কে আজাদকে আহবায়ক ও মোঃ কামাল হোসেন খানকে সদস্য সচিব করে প্রকাশনা কমিটি গঠন করা হয়েছে।এ কমিটির সদস্যরা হলেন-
১. জহিরুল ইসলাম মিশু
২. আবদুর রহমান
৩. এ.কে.এম ওবায়দুর রহমান
৪. মোঃ নাহিদুল ইসলাম
৫. মোঃ মহসিন খান
৬. শফিক আহম্মেদ সাজীব
৭. মোঃ আলাল উদ্দিন
৮. মোঃ রোকনুজ্জামান রোকন
৯. আব্দুর রাজ্জাক
১০. মোঃ রকিবুল ইসলাম সোহাগ