গত ০৫ ফেব্রুয়ারি২০২২ইং নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রধান কার্যালয়ে ১২দিন ব্যাপী গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ১২দিন ব্যাপী গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ ছিলো গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমপনী দিন। আজ প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় শেষ দিনের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
১২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন প্রধান প্রশিক্ষক নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল-হক কামালসহ নিসচা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোটিভেশনাল বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বেপরোয়া গতিতে যানবাহন চালানো, বিপজ্জনক ওভারটেক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন লঙ্ঘন, অদক্ষ ও মাদকাসক্ত চালক কর্তৃক গাড়ি চালানো, রাস্তাঘাট নির্মাণে ত্রুটি, পথচারী-সেতু ব্যবহার না করা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার ও আইনের যথাযথ প্রয়োগের অভাব সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনার এত সব কারণ জানা থাকা সত্ত্বেও শৃঙ্খলা ফেরে না সড়কে, যা খুবই দুঃখজনক। আপনারা যারা চালক আপনারা যদি সড়ক পথে নিয়ম মেনে একটু সাবধানে গাড়ি চালান তাহলে অবশ্যই দুর্ঘটনার হার কমে আসবে। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন নয়, দরকার শুধু আমাদের প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন। তিনি চালকদের বিশেষ মোডিটেশন করান।
গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহনকারী সকল প্রশিক্ষকদের মাঝে নিসচার সনদ পত্র তুলে দেয়া হয়। এবং নিসচা কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় কবলিত পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে যে মাটির ব্যাংক রয়েছে সেখানে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহনকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।
গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আজ উপস্থিত ছিলেন, নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল-হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো: মহসিন খান।
প্রশিক্ষণার্থীদের মাঝে ইপস্থিত ছিলেন, মো: আমিনুল ইসলাম, মো: শোয়ব চৌধুরী, মো: আনোয়ারুল ইসলাম, মো: আব্দুল রশিদ, মো: আবু নাসের, এসএম হারুনুর রশিদ, আসলাম খান, মো: মিলন, সামসুর রহমান।