চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্পাদনায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কমের আজ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন-এই শ্লোগানে আজ থেকে ১১ বছর আগে যাত্রা শুরু হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিরাপদনিউজ.কম এর।
নিরাপদ নিউজ ডট কম এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কাকরাইলস্থ নিসচা’র কেন্দ্রীয় মিলনায়তনে ‘সমাজ সংস্কারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে।’ তিনি বলেন, ‘গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না।’
কাদের গণি চৌধুরী বলেন, ‘সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে।
তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। সাংবাদিকের কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার না করলে জাতির সর্বনাশ ঘটে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো অজুহাত নয়। গণমানুষের মনের কথা পত্রিকার পাতায় পাতায় তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘জনগণ দাস সাংবাদিকতাকে মনেপ্রাণে ঘৃণা করে। তাদের আত্মসমর্পণকে ঘৃণা করে। তাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্পাদক-সাংবাদিকদের নির্ভীক, নির্লোভ ভূমিকা পালন করতে হবে। একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র।’
এই সাংবাদিক নেতা বলেন, ‘কারও চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার চিত্র প্রত্যক্ষ করতে হয়। মানুষের সমস্যার কথা তুলে ধরার দায়িত্ব পালন করতে হয়। অনেক বাধা বিপত্তির মধ্যে সাংবাদিকদের দিন যায়। ক্ষমতাধরদের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়।’
সভায় নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রথমে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং নিরাপদ নিউজের ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ বিদেশে থাকা নিরাপদ নিউজের সকল পাঠক/পাঠিকা, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ী, প্রতিনিধিবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইলিয়াস কাঞ্চন বলেন, আজকের এই অনুষ্ঠানে আগত প্রতিটি অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, সমাজ সংস্কারে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী। নিরাপদ নিউজ মানুষের অধিকার সুনিশ্চিত করতে সর্বদা উন্নয়ন বিষয়ক ও ইতিবাচক সংবাদ প্রকাশ করছে।
ইলিয়াস কাঞ্চন জানান, ১১বছর আগে আমি নিরাপদ নিউজ পোর্টালের যাত্রা শুরু করি। শুরু থেকে অনেক বাধার সম্মুখিন হতে হয়েছে। নানা প্রতিকুলতা পেরিয়ে আজ ১২ বছরে পদার্পন করলো এই নিউজ পোর্টালটি। শুরু থেকে আমরা আমাদের স্লোগান সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন এই ধারা অব্যহত রেখে কাজ করে চলেছি। আমি মুলত সাংবাদিক না। কিন্তু সাংবাদিকদের সাথে আমার পথ চলা দীর্ঘ দিনের। আমি চলচ্চিত্রে যুক্ত হবার পর থেকে সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। একজন শিল্পী সাংবাদিক ছাড়া কখনো ভালো অবস্থানে যেতে পারেনা। একজন শিল্পীর জনপ্রিয়তার পেছনে সাংবাদিকের অবদান রয়েছে অনেক। ইলিয়াস কাঞ্চন বলেন, আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন করে আসছি দীর্ঘ ৩২ বছর ধরে। আমার এই কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে একটা নিউজ পোর্টাল এর ভুমিকা অপরিশীম। আমার প্রতিদিনের যে কাজ এই কাজগুলো সম্পর্কে জনগণ অবগত হলে সচেতনতা বৃদ্ধি পাবে। সড়ক দুর্ঘটনারোধে সচেতনমুলক কাজের প্রচারনার প্রয়োজন আছে। এমন চিন্তা থেকেই আমার এই নিরাপদ নিউজ পোর্টালটির যাত্রা শুরু করা হয়।
সভায় শহিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি-নৈতিকতা, দায়-দায়িত্ব ও বুদ্ধি-বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা। সংবাদপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য হল দল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র যতবেশি নিরপেক্ষ হবে এবং সাংবাদিকরা যত বেশি নির্ভীক ও সৎ হবে দেশ ও জাতির তত বেশি মঙ্গল হবে। আর সেজন্যই তো সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরী বা গেট কিপারস বলা হয়।’
আবু সালেহ আকন বলেন, ‘সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। সংবাদপত্রকে প্রমাণ করতে হবে কারও প্রতি পক্ষপাত নেই, কারও বিরুদ্ধে বা কারও পক্ষে কোনো অ্যাজেন্ডা নেই। সেটা সম্ভব হলেই সর্বস্তরের পাঠক সেই পত্রিকাকে গ্রহণ করবেন। গণমাধ্যমকে সব সময় মনে রাখতে হবে, সেই অন্যকে সুন্দর ও সঠিক পথে প্রভাবিত করবে। কিন্তু নিজে কখনো ইচ্ছার বিরুদ্ধে অন্যের দ্বারা প্রভাবিত হবে না। অন্যায়-অসত্যের কাছে নতি স্বীকার করবে না।’
খুরশীদ আলম বলেন, ‘অধিকাংশ গণমাধ্যম গত ১৭ বছর ফ্যাসিবাদের তাঁবেদারি করেছে। যাচাই না করে মনগড়া রিপোর্ট এখনো লিখা হচ্ছে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাবানের স্বার্থ ও দ্বন্দ্ব থাকে। কিন্তু সেটাকে অতিক্রম করে সংবাদপত্রকে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হয়। অনুপ্রেরণা জোগাতে হয়। তাই বিরুদ্ধ পরিবেশেও সংবাদপত্রকে শক্ত হয়ে জনতার পক্ষে দাঁড়াতে হয়। জনমত গড়তে হয়। রাষ্ট্র বা সরকার জনমতের কাছে নত হয়। তাই জনতার স্বার্থে সংবাদপত্র ও সাংবাদিককে এগোতে হয় অবিরাম, অবিরত।’
মাইনুল হাসান সোহেল বলেন, ‘গণমাধ্যমের সংস্কার খুবই জরুরি। দেশে প্রচুর পত্রিকা রয়েছে, কয়টা গণমাধ্যম হতে পেরেছে?’
উল্লেখ্য, নিরাপদনিউজ.কম বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনে প্রচারিত হচ্ছে। নিরাপদনিউজ.কম এর ইংরেজী ভার্সনের সম্পাদকের দায়িত্বে আছেন ফারিহা ফাতেহ ও বাংলা ভার্সনের দায়িত্বে আছেন নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয় । বাংলা ভার্সনের সংবাদ বিভাগে দায়িত্ব পালন করছেন মো: রকিবুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা’র ভাইস চেয়ারম্যান ও নিরাপদ নিউজের বিশেষ প্রতিনিধি লিটন এরশাদ, নিরাপদ নিউজ এর যুগ্ম-সম্পাদক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মহাসচিব এস.এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সদস্য শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ও সিনিয়র রিপোর্টার নাসিম রুমি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় সাংবাদিক সংস্থা, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), নতুন আলো সাহিত্য পরিষদ, নিসচা গাজীপুর জেলা শাখা, বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চনকে ফুলেল শুভেচ্ছা জানান।