নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠালগ্ন হতে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ২৮ বছরেরও অধিক সময় যাবৎ সংগঠনটি দূর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সেই সাথে নিসচা দেশের যেকোন দুর্যোগের সময় সামনে এগিয়ে আসবে। ১২ জুলাই নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির সাথে রাজশাহী জেলা কমিটির অনলাইন মতবিনিময় সভায় এসব কথা বলেন নিসচা প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন।
তিনি আরও বলেন, বর্তমানে করোনার এই মহামারীর সময় নিসচা মাস্ক ও স্যানিটাইজার বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সেই সাথে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
কাঞ্চন বলেন, করোনার এই দুর্দিনে অনেক ড্রাইভার-হেলপার চাকুরী হারিয়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। নিরাপদ সড়ক চাই সর্বপ্রথম তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এখনও বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত কোন শ্রমিক সংগঠন তাদের সাহায্যার্থে এগিয়ে আসেনি।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিসচা মহাসচিব এহসানুল হক কামাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য তুলে ধরেন নিসচা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ আবিদ ও প্রকাশনা সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদসহ আরও অনেকে। অনুষ্ঠানটির পরিচালনা করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন।
উক্ত আলোচনা সভায় রাজশাহী জেলা শাখার বিগত বছরের কর্মকান্ড তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রাজশাহী শাখার কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড আরও ব্যাপক পরিসরে করার আহবান জানান।
উল্লেখ্য, নিসচা শাখা সংগঠনগুলোর কাজের অগ্রগতি বৃদ্ধি এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দদের দিকনির্দেশনা দেওয়ার লক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এই জুম মিটিং এর আয়োজন করা হয়। করোনাকালে কেন্দ্রীয় কমিটি থেকে প্রতিনিধিবৃন্দরা শাখা সংগঠনগুলোর জেলা/উপজেলা অঞ্চলে যেতে না পাড়ায় জুম মিটিংয়ের মাধ্যমে সকল অনুমদিত শাখা সংগঠনের নেতৃবৃন্দদের সাথে ধারাবাহিক ভাবে এরকম জুম মিটিং এর মাধ্যমে যোগাযোগ রাখা এবং দিকনির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছে নিসচা কেন্দ্রীয় কমিটি।