রাত পোহালেই সোমবার দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। দেশে কোরবানির প্রস্তুতিপর্বও ইতোমধ্যে প্রায় সম্পন্ন। অপেক্ষা দিনের আলো ফোটার। মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে কানাডায় অবস্থান করছেন। কানাডা থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশবাসী সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। সড়ক দুর্ঘটনারোধে ট্রাফিক আইন মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দিন সেই কামনা করি। ঈদ মোবারক।
ইলিয়াস কাঞ্চন সকলের উদ্দেশ্যে আরো বলেন, সড়ক দুর্ঘটনারোধে সড়কের সকল নিয়ম মেনে পথ চলুন।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, কোরবানির ত্যাগ আমাদের মধ্যে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষ কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও ইলিয়াস কাঞ্চন তার নিজস্ব ফেসবুক আইডিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে সড়কে নিরাপদে চলার আহবান জানিয়ে একটি সচেতনমুলক পোষ্ট করেছেন। পোষ্টটি হুবহু তুলে ধরা হলো: