English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে নিসচার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

- Advertisements -

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নিযুক্ত হওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান।

শুভেচ্ছা জ্ঞাপনের পর নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন দিক নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সাথে নিসচা নেতৃবৃন্দদের একটি আলাপচারিতা হয়। এসময় নিরাপদ সড়ক চাই এর ইতিহাস ১৯৯৩ সাল থেকে শুরু করে আজ ২০২৪ সাল পর্যন্ত নিসচার কার্যক্রম এবং গত মাসের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সাথে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনা তুলে ধরা হয়। ইলিয়াস কাঞ্চনের কথার প্রতিউত্তরে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী একমত প্রকাশ করে বলেন নিরাপদ সড়ক চাই সংগঠন এর ইতিহাস শুধু আজকের নয়। ১৯৯৩ সাল থেকেই আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে অবগত আছি। ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই এর পথ প্রদর্শক এটি আমাদের সকলের জানা। আমরা এটাও জানি এবং মানি এই আন্দোলন এই দেশে একমাত্র ইলিয়াস কাঞ্চন আপনার অবদান। এটি আপনার কারণেই এবং আপনার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। আজ সারাদেশের মানুষ সড়ককে নিরাপদ করার জন্য যে স্বপ্ন দেখছে আজ থেকে ৩১ বছর আগে এই জাতিকে আপনিই সর্বপ্রথম সেই স্বপ্নটি দেখিয়েছিলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার সহ আরো অন্যান্ন কর্মকর্তাগণ। সকলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর এই কথার সাথে একমত প্রকাশ করেন।

আলোচনায় ইলিয়াস কাঞ্চন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা আজ শুধু শুভেচ্ছা বিনিময় নয় কিছু জরুরী বিষয় আলোকপাতও করতে এসেছি সেটি হলো, ঢাকা জেলা ঢাকা বিভাগীয় অধিনে ৮টি জেলায় নিরাপদ সড়ক চাই কর্তৃত যে গৃহিত প্রদক্ষেপ সেটি প্রশাসনিক ভাবে সহযোগিতা এবং প্রসাশন যদি কোন উদ্যোগ গ্রহন করেন সেক্ষেত্রে নিরাপদ সড়ক চাই কে স্বরণ করে নিরাপদ সড়ক চাই প্রশাসনের সাথে মিলিত হয়ে কাজ করতে আগ্রহী এই বিষিয়ে ইলিয়াস কাঞ্চন তার নিজের অবস্থান তুলে ধরেন।

পরিশেষে একে ওপরের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার সমাপ্তি হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন