English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উদযাপন কমিটি গঠন: আহবায়ক সাদেক হোসেন বাবুল

- Advertisements -

আগামী ২২ অক্টোবর (শুক্রবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এবারও ৫ম বারের মতো দিবসটি পালিত হবে।দিবসটির এ বছরের প্রতিপাদ্য “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি” নির্ধারণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা নিরসনে সচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচী।

দিবসটি উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিতে এ কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কমিটির আহবায়ক করা হয়েছে নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুলকে এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন নিরাপদ সড়ক চাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান , গনিমিয়া বাবুল, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু , সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

আহবায়ক কমিটি জাতীয় নিরাপদ সড়ক দিবস দেশব্যাপী পালনের জন্য যাবতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

নিরাপদ সড়ক চাই, সারাদেশের শাখাগুলি যেসকল কর্মসূচি পালন করবে অক্টোবর-২০২১ মাসে তার একটি তালিকা তুলে ধরা হলো:

১। মানববন্ধন
২। পদযাত্রা
৩। আলোচনাসভা
৪। স্মরনিকা প্রকাশ
৫। জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান
৬। পোস্টারিং
৭। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে মত বিনিময়
৮) স্কুল-কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি।
৯) সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ।
১০) সড়কের পাশে থাকা আগাছা পরিষ্কার করণ।
১১) সড়কের শৃঙ্খলা রক্ষায় স্কুল-কলেজে আলোচনা।
১২) ২২ শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালনের লক্ষে কর্মসূচি।
১৩) সড়ক নিরাপদ রাখার স্বার্থে ফুটপথে অবৈধ দখলদার উচ্ছেদে পুলিশে সহায়তায় অভিযান।
১৪) সড়কে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় সভা।
১৫) জনসচেতনতায় পথসভা।
১৬) জনসচেতনতা মূলক বিলবোর্ড স্হাপন।
১৭)শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতা মূলক সেমিনার।
১৮) গণপরিবহনে স্টিকার বিলি।
১৯)সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ।
২০)চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ।

২১)পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও সুশীল সমাজের সাথে মতবিনিময়।
২২) স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
২৩) বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে জনসচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন।
২৪) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
২৫) শহীদ জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল প্রভৃতি।

এছাড়াও কিছু কিছু শাখা আরো কিছু কর্মসূচি নেবে বলে জানিয়েছে যেমন:

০৯ অক্টোবর চট্টগ্রাম মহানগর শাখা ৩০০ রোভার স্কাউট সমাবেশ করতে চেয়েছে যেখানে নিসচা চেয়ারম্যান মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছে।
২৪ অক্টোবর নাটোর জেলা শাখা ২০০ শিক্ষক সমাবেশ করতে চেয়েছে যেখানে চেয়ারম্যান মহোদয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে।
৩০ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা শাখা ১০০ চালক সমাবেশ করতে চেয়েছে যেখানে চেয়ারম্যান মহোদয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ বছর যাবত নিরাপদ সড়ক চাই ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। নিরাপদ সড়ক চাই’র ২৮ বছরের পথচলায় দিবসটি এবার গুরুত্ববহ হয়ে উঠবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন