দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “গণত্রাণ” সংগ্রহ বুথে নগদ অর্থ সহায়তা করলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
মুলত বর্তমানে দেশে বন্যাপরিস্থিতির শুরু থেকে বন্যা কবলিতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিরাপদ সড়ক চাই নিসচা। ইলিয়াস কাঞ্চনের নির্দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি বন্দি মানুষকে উদ্ধার কাজে নেমে পরে নিসচা শাখার কর্মিরা। এছাড়া খাদ্য সামগ্রীও বিতরণ চলমান রয়েছে। জানা গেছে ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর শাখা ১৭টি ট্রাক যোগে পানি বন্দী মানুষকে উদ্ধারে ফেনীতে ১৭টি সাম্পান পাঠায় এবং টানা তিন দিন ধরে সাম্পানে উদ্ধার কাজ চলমান রয়েছে।
খাবার প্যাকেটে রয়েছে- চাল ৫ কেজি, ডাল ২ কেজি, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, লবন ২ কেজি, শুকনো বিস্কুট ২ বক্স, স্যালাইন ১০ পিস, ডেটল সাবান ২টি, নারকেল তৈল ১০০ মিলি, দিয়াশলাই ১০ বক্স, মোমবাতি ৫ টি বড় সাইজের, সুপেয় পানি ৫ লিটার।
গতকাল নিসচা কেন্দ্রীয় কমিটির বোর্ড মিটিং এ জরুরীভাবে একটি সিদ্ধান্ত গ্রহন করা হয়। নিসচা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইলিয়াস কাঞ্চনের ব্যাক্তিগত অর্থ পাশাপাশি সারাদেশের শাখা গুলোর পাঠানো অর্থ সকল অর্থ একত্র করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নিসচার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। সেই সিদ্ধান্ত গ্রহনের পর আজ প্রথম ধাপে নগদ অর্থ টিএসসিতে প্রদান করেন ইলিয়াস কাঞ্চন এবং দ্রুত সময়ের ভেতর প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নিসচার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে নিসচা।
টিএসসিতে অর্থ প্রদানকালে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সাথে সেসময় আরো উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম ও সমন্বয়ক প্রীতম সোহাগ, তারেক রেজা, শোভনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।