English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

কাজের সুফল নিয়ে চিন্তা করুন: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার কর্মীদের উদ্দেশে তিনি বলেন,
‘আপনারা যে ধরনের কাজ করছেন, তাতে সুফল আসছে কি না, তা ভেবে দেখবেন। যদি সফলতা না আসে তাহলে
আবার ভাববেন। কাজটাকে কীভাবে করলে কাজের সফলতা বেশি হবে।’

তিনি বলেন, কোনো কাজ করার আগে আগে ভাবতে হবে। আপনি যে পদ্ধতিতে কাজটি করছেন তাতে যদি কাজে
সফলতা না আসে তাহলে পুনরায় ভাবনু, বিকল্প কোন পদ্ধতিতে কাজটি করতে হবে। তার আলোকে কাজের
পরিকল্পনা নির্ধারণ করুন। দেখবেন সফলতা আসবে।

অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন মহাসমাবেশ উদযাপন কমিটির সদস্যসচিব কাইয়ুম খান। এ সময়
সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিসচার কিছু শাখাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। নিসচার
মহাসচিব এস এম আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম মহাসচিব
লায়ন মো. গনি মিয়া।

এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গ্লোবাল রোড সেফটি অ্যাডভোকেসি এন্ড গ্রান্টস প্রোগ্রাম ম্যানেজার তাইফুর রহমান, ইলিয়াস কাঞ্চনের কানাডাপ্রবাসী ছেলে ও নিসচার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিরাজুল মইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডভাইজার মোহাম্মদ ইমতিয়াজ, ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন