English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত: জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মপরিকল্পনা গ্রহণ

- Advertisements -

গতকাল ৮ সেপ্টেম্বর জাতীয় সড়ক দিবস-২০২২ উপলক্ষে গঠিত উদযাপন কমিটির প্রথম সভা নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সিনিয়র সদস্য কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন খান নান্টু।

সভা পরিচালনা করেন উদযাপন কমিটির আহবায়ক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব জনাব লিটন এরশাদ। সভায় কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে জাতিসংঘ ঘোষিত ৫টি রিস্ক ফ্যাক্টরের (অতি ঝুঁকিপূর্ণ) বিষয়ের উপর কর্মসূচি প্রণয়নে সিদ্ধান্ত গৃহীত এবং কর্মসূচির রূপরেখা প্রণয়ন করা হয়। সেই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮- এর বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে সারাদেশে স্থানীয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়াতে চেয়ারম্যানের মহোদয়ের টক শো আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়। সভায় একটি পরামর্শক কমিটিও গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরামর্শক কমিটির আহবায়ক জনাব সৈয়দ এহসান-উল হক কামাল ও সদস্য সচিব জনাব বেলায়েত হোসেন খান নান্টুকে নির্বাচিত করা হয়। সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় পরামর্শক কমিটিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল কমিটিতে আরও নাম অন্তর্ভুক্ত করবেন।

সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় জাতীয় নিরাপদ সড়ক দিবসের সকল কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা অনুমোদন করবেন চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন। তিনি যেসব সিদ্ধান্ত দিবেন উদযাপন কমিটি সেসব সিদ্ধান্তকে গাইডলাইন হিসেবে নিয়ে কর্মসূচি সফল করতে সক্রিয় থাকবে। কর্মসূচির তারিখ চেয়ারম্যানের সিডিউল অনুযায়ী পরিবর্তিত কিংবা স্থগিতও হতে পারে। তবে পরবর্তীতে চেয়ারম্যানের সিডিউল প্রাপ্তি সাপেক্ষে উক্ত কর্মসূচি পালিত হবে। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় ঢাকার বাইরের কর্মসূচিতে চেয়ারম্যান মনোনিত ও অনুমোদিত নেতৃবৃন্দ অংশ নিতে পারবেন।

সভায় প্রাথমিকভাবে গৃহীত সিদ্ধান্ত নিম্নরুপ: (তারিখ ও কর্মসূচি চেয়ারম্যানের অনুমোদনের পর কার্যকর হবে।)

১. ঢাকা বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থী সমাবেশ – ১০ অক্টোবর
২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থী সমাবেশ – ১১ অক্টোবর
৩. রাজশাহী জেলা শাখা- শিক্ষার্থী সমাবেশ (বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী)- তারিখ পরে নির্ধারিত হবে
৪. ভৈরব উপজেলা শাখা – চালক, শিক্ষার্থী, অভিভাবক ওরিয়েন্টেশন কর্মশালা ও সমাবেশ – ১২ অক্টোবর
৫. কাহালু উপজেলা শাখা – শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা (মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষক) – ১৭ অক্টোবর
৬. টংগিবাড়ী উপজেলা শাখা – চালক প্রশিক্ষণ কর্মশালা – তারিখ পরে নির্ধারিত হবে
৭. চট্টগ্রাম মহানগর শাখা- কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরী কমিটির ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি ৩১ অক্টোবর

বাস টার্মিনাল ক্যাম্পেইন
১. চাঁদপুর- দায়িত্বপ্রাপ্ত- রোটা: মো: রোকনুজ্জামান রোকন ও চাঁদপুর জেলা শাখা- তারিখ: ১৫ অক্টোবর
২. টাঙ্গাইল- দায়িত্বপ্রাপ্ত – টাঙ্গাইল জেলা শাখা – কর্মসূচি চূড়ান্ত তারিখ পরে নির্ধারিত হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম আজাদ হোসেন উদযাপন কমিটির আহবায়কের সাথে আলাপ করে কর্মসূচি সমন্বয় করবেন।
৩. খুলনা- দায়িত্বপ্রাপ্ত – খুলনা মহানগর শাখা – কর্মসূচি চুড়ান্ত তারিখ পরে নির্ধারিত হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম আজাদ হোসেন উদযাপন কমিটির আহবায়কের সাথে আলাপ করে কর্মসূচি সমন্বয় করবেন।

ঢাকায় বিষয় ভিত্তিক সড়কে ক্যাম্পেইন: ৪ দিন (তারিখ পরে নির্ধারিত হবে) এবং বিআরটিএ কর্তৃক পালিত কর্মসূচিতে অংশগ্রহণ।

আলোচনা সভা – ১টি (জাতীয় প্রেসক্লাব)
সেমিনার – ১টি (চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী)
সভায় সিদ্ধান্ত নেয়া হয় সকল প্রশিক্ষণ কার্যক্রম চ‚ড়ান্ত করবেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জনাব সৈয়দ এহসান-উল হক কামাল। সহযোগিতায় থ্কাবেন প্রশিক্ষণ সম্পাদক জনাব মোঃ নাহিদুল ইসলাম।
আলোচনা গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নে নিম্নক্ত নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়।
শাখা কর্মসূচির সমম্বয়- উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক জনাব আবদুর রহমান
ঢাকায় কর্মসূচির সমম্বয় – উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক জনাব লায়ন গণি মিয়া বাবুল
বিশ্ববিদ্যালয় কর্মসূচির সমন্বয় – জনাব আবু বক্কর সিদ্দিক রাব্বী
সভায় আহবায়ক জনাব লিটন এরশাদ উদযাপন কমিটির সদস্য সচিব হিসেবে জনাব রোটাঃ রোকনুজ্জামান রোকনের নাম প্রস্তাব করেন এবং জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচি সফল করতে ৭টি উপ কমিটি গঠনেরও প্রস্তাব করেন। সভায় তা অনুমোদিত হয়।

সেইসাথে তিনি উযপিন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আরও ৬ জনের নাম প্রস্তাব করেন। তাঁরা হলেন জনাব শফিক আহমেদ সাজীব, জনাব আব্দুল কাদের চৌধুরী মুন্না, জনাব মো: আলাল উদ্দিন, জনাব এম. জামাল হোসেন মন্ডল, জনাব মো: কাইয়ুম খান ও জনাব মো: নজরুল ইসলাম। সভায় উপস্থিত সকলে এই প্রস্তাব অনুমোদন করেন। ইতিপূর্বে প্রকাশনা সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক রাব্বীর নেতৃত্বে গঠিত প্রকাশনা কমিটিও সভায় অনুমোদন করা হয়।

গঠিত ৬টি উপকমিটি নিম্মরূপ:
– ব্যবস্থাপনা কমিটি: আহবায়ক- জনাব লায়ন গণি মিয়া বাবুল ও সদস্য সচিব- জনাব মোঃ কাইয়ুম খান
– অর্থ কমিটি: আহবায়ক- জনাব মোঃ আসাদুর রহমান আসাদ ও সদস্য সচিব- জনাব ফিরোজ আলম মিলন
– প্রশিক্ষণ কমিটি: আহবায়ক- জনাব মোঃ নাহিদুল ইসলাম ও সদস্য সচিব জনাব মোঃ মোহসিন খান
– শৃঙ্খলা উপকমিটি: আহবায়ক- জনাব ফিরোজ আলম মিলন ও সদস্য সচিব- জনাব এম. নাহিদ মিয়া
– মনিটরিং ও যোগাযোগ কমিটি: আহবায়ক- জনাব আবদুুর রহমান ও সদস্য সচিব- জনাব সেকান্দার আলম রিন্টু

– স্বেচ্ছাসেবক কমিটি: আহবায়ক- জনাব এম. নাহিদ মিয়া ও সদস্য সচিব- জনাব সৈয়দ একরামুল হক
বিভিন্ন উপকমিটিতে আহবায়ক ও সদস্য সচিব বাকী সদস্যদের মনোনীত করবেন। সাধারণ সদস্যদের মাঝে থেকেও কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন।

এছাড়া সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকা ‘নিরাপদ’-এর বিজ্ঞাপন বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন যুগ্ম মহাসচিব জনাব লায়ন গণি মিয়া বাবুল এবং নির্বাহী সদস্য জনাব মো: রোকনুজ্জামান রোকন। প্রকাশনার সকল তথ্যাদি ও ছবি এবং অলংকরণ বিষয়ে আহবায়ক জনাব লিটন এরশাদ চ‚ড়ান্ত করবেন এবং তারপর প্রকাশনার সকল বিষয় অনুমোদন করবেন চেয়ারম্যান।

চেয়ারম্যানের অনুমোদনের পর স্মরণিকা ছাপতে দেয়া হবে। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় ২২ অক্টোবর উপলক্ষে প্রকাশিতব্য এই স্মরণিকা ছাপা কমপ্লিট করে ২১ তারিখ দুপুরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে প্রকাশনা কমিটির আহবায়ক জনাব আবু বকর সিদ্দিক রাব্বীকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের সকল কর্মসূচি বাস্তবায়নে স্পন্সর কিংবা ফান্ড প্রাপ্তি সাপেক্ষে টি-শার্ট, লিফলেট (বিষয় ভিত্তিক), ব্যানার, পোষ্টার, ছাপানোর সিদ্ধান্তও গৃহীত হয়। আরও সিদ্ধান্ত নেয়া হয় জাতীয় নিরাপদ সড়ক দিবসের কোন বিষয় বাদ পড়লে বা ট্রুটি দেখা দিলে পরামর্শক কমিটির সাথে আলোচনা করে চেয়ারম্যানের অনুমোদন নিয়ে তা সংযোজন কিংবা বিয়োজন করা হবে। পরিশেষে সভার সভাপতি জনাব বেলায়েত হোসেন খান নান্টু সকলের সহযোগিতা কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন