English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তামুলক কর্মশালা অনুষ্ঠিত

- Advertisements -

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪।

আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ-এ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো ব্র্যাক, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা আহ্ছানিয়া মিশন, রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।

স্কুলে প্রায় ৫শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আজকের সচেতনমুলক অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

এখানে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা ও সড়ক নিরাপত্তায় করনীয় ও শিক্ষার্থীদের জীবন নিরাপদ করতে কি করনীয় সকল বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা পরিচালনা করেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন।

সভাপতিত্ব করনে আ.ন.ম. শামসুল আলম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে ইউসা বিন তানিম, স্বাগত বক্তব্য রাখেন, উত্তম কুমার হাজরা, শাখা প্রধান, প্রভাতি শাখা, বাংলা মাধ্যম। বক্তব্য রাখেন, মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, দিবা শাখা, ইংলিশ ভার্সন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক, বিআরটিএ, ডঃ আরমানা সাদিয়া হক সহকারী অধ্যাপক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, রোজীনা সুলতানা, সিনিয়র শিক্ষক, দিবা শাখা, ইংলিশ ভার্সন ও মোঃ জিয়া উদ্দিন ভূঞা, সহকারী শিক্ষক, দিবা শাখা, বাংলা মাধ্যম। আরো উপস্থিতি ছিলেন আনোয়ার হোসেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক, কার্যকরী সদস্য-কামরুজ্জামান ও আরিফ হোসেন। রেডক্রিসেন্ট প্রতিনিধি শাকিল সহ বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকবৃন্দ,কিছু অভিভাবকবৃন্দ।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন