প্রতি বছরের ন্যায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে। নিরাপদ সড়ক চাই এর সারাদেশে থাকা শাখাগুলো কোথাও মাসব্যাপী কোথাও সপ্তাহ ব্যাপী এবং অর্ধমাসব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করছে। এটি চলবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত।
কেন্দ্রীয়ভাবে ঢাকার আশুলিয়ার বাইপাইলে গতকাল ৩এপ্রিল কর্মসূচি পরিচালনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে কেন্দ্রীয় কমিটিকে সহায়তা করে নিসচা আশুলিয়া থানা কমিটি।
দিনব্যাপী চলা এ কার্যক্রম সড়কের বিভিন্ন পয়েন্টে সম্পন্ন হয়। এসময় সচেতনতা মূলক পোস্টার লাগানো এবং যাত্রীদের নিরাপদ যাত্রায় উদ্বুদ্ধ করা হয়।
জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়, আপনার অপেক্ষায় আপনার স্বজন বিভিন্ন স্লোগানে চালক, যাত্রী, পথচারীদের সচেতন করেন নিসচা কর্মিরা।
ঢাকা ছাড়াও একই ক্যাম্পেইন নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলা/উপজেলাতে পালন করা হচ্ছে বলে জানায় নিসচা।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কিছু মেসেজ সবার মাঝে পৌছে দিচ্ছে নিসচা টিম। পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করবেন না। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হউন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে রাইডিং করবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার খাবেন না।
বাস মালিকদের জন্য পরামর্শ থাকছে, অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে না দেওয়া। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সে জন্য চালককে নির্দেশ দেওয়া। বাসে অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না।
বাস চালকদের জন্য নিসচার পরামর্শগুলো হলো, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করবেন না। ক্লান্তি বা অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। আঞ্চলিক সড়ক/মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলুন।