নতুন বছর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনো আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। শুভকামনা আজ।
সুস্বাগতম ইংরেজী নববর্ষ ২০২২ সাল। সারাটি বছর সকলে নিরাপদে থাকুক। সৃষ্টিকর্তার এ পৃথিবী ধর্ম বর্ণ সকল মানুষের জন্য হউক নিরাপদ বাসযোগ্য। সকলের চলার পথ হোক নিরাপদ। বিশ্ব হোক করোনা মুক্ত। জগৎ হউক নিরাপদ পরম ঠাঁই। চাওয়া এটুকুই।
ইলিয়াস কাঞ্চন নতুন বছরে সকলকে ট্রাফিক আইন মেনে সাবধানে পথ চলার আহবান জানান।