English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

আগামীকাল দাউদকান্দি আসবেন নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

আলমগীর হোসেন,দাউদকান্দি: আগামীকাল সোমবার দাউদকান্দিতে আসবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নিরাপদ সড়ক চাই -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে পূর্ণবাসনে সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দাউদকান্দি নিসচা’র উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, নিসচা’র মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান।

এছাড়াও দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তৌহিদ আল হাসান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম মানিক সওদাগর সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সোমবার বিকাল ৩ টায় দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলাম চলতি বছরের ৮ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে বাস চাপায় মারাত্মক আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালী থেকে ঢাকাগামী কে কে ট্রাবলস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে একটি গ্যারেজের দোকানে উঠে যায়। এই সময় নাঈম ইসলাম সহ দুজন গুরুতর আহত হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হলে টানা চার মাস সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাঈম ইসলাম দাউদকান্দি পৌরসভার জামে মসজিদ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে এবং সে হাসানপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নাঈম ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার মা লিপি আক্তার নিসচা’র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন