ঈদ উপলক্ষে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন গত ৩ এপ্রিল থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে। চলবে ঈদের আগেরদিন পর্যন্ত। ৪ এপ্রিল ২য় দিন কেন্দ্রীয়ভাবে ঢাকার ধামরাইয়ে কর্মসূচি পরিচালনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে কেন্দ্রীয় কমিটিকে সহায়তা করে নিসচা ধামরাই উপজেলা শাখা কমিটি।
দিনব্যাপী চলা এ কার্যক্রম সড়কের বিভিন্ন পয়েন্টে সম্পন্ন হয়। এসময় সচেতনতা মূলক পোস্টার লাগানো এবং যাত্রীদের নিরাপদ যাত্রায় উদ্বুদ্ধ করা হয়।
জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা নয়, অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা নয়, আপনার অপেক্ষায় আপনার স্বজন বিভিন্ন স্লোগানে চালক, যাত্রী, পথচারীদের সচেতন করেন নিসচা কর্মিরা।