English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

জীবনের নিরাপত্তায় চালকদের পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

জীবনের নিরাপত্তায় চালকদের পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন। অসুস্থ বা ক্লান্ত–পরিশ্রান্ত অবস্থায় গাড়ি চালানো মোটেই যুক্তিযুক্ত নয়। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, গাড়ি চালানোর গতিবেগ মেনে সীট বেল্ট বেঁধে সতর্কতার মাধ্যমে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। মদ্যপান বা মাদকদ্রব্য সেবন করে যানবাহন চালানো যাবেনা।

আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চালক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষন প্রদানকালে প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক এসব কথা আলোচনা করেন। তিনি চালকদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালায় মোটিভেশনাল বক্তব্য রাখেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সর্বোপরি চালকদেরকে দায়িত্বশীল হয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা চালকসহ সকলের মাঝে সহজাত অভ্যাসে পরিণত হোক। নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং প্রতিপালনে সর্বমহলের প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশে সড়ক দুর্ঘটনার হার ক্রমশ হ্রাস পাবে।

সবাইকে ভাবতে হবে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঝুঁকিমুক্ত পরিবেশে সড়ক মহাসড়কে যাতায়াত নির্বিঘ্নে নিরাপদ হোক। সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই এখন সময়ের দাবি। কাজেই সরকার, চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সাধারণকে এ লক্ষ্য অর্জনে অধিক সতর্ক ও সচেতন হতে হবে।

চালক প্রশিক্ষন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব এস এম আজাদ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন