নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮তম জন্মদিন উপলক্ষে ২৪ ডিসেম্বর বিকেলে ৭০ কাকরাইলস্থ নিসচা কার্যালয় প্রাঙ্গণে দুস্থ অসহায় ৩শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, অসহায় মানুষকে সহায়তা করা প্রত্যেকের নৈতিক কর্তব্য। তিনি সামর্থ অনুযায়ী সকলকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। মানুষের কল্যাণে কাজ করাই মূলত মানুষের জন্মের সার্থকতা, মানুষ বেঁচে থাকে তার কর্মে।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আজ আমার জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ নিজস্ব আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। এছাড়াও আমি আমার সংগঠন নিসচার সারাদেশের সকল শাখাকে নির্দেশ দিয়েছি আমার জন্মদিন উপলক্ষে কেউ যেন কেক কর্তন না করেন। সেই টাকায় যেন তারা অসহায় মানুষের পাশে এসে দাড়ান। বিগত বছরগুলোর মতো এবছরও আমার শাখা গুলোও আজ দেশের বিভিন্ন স্থানে নানা সচেতনমুলক কর্মকান্ড সহ শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করছেন। তিনি সকল কর্মিকে ধন্যবাদ জানান।