English

28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে আন্দোলনকারী সমন্বয়ক অসুস্থ্য রোমান এর পাশে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী কেন্দ্রীয় সমন্বয়ক রোমান অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্যতার সংবাদ পেয়ে সমন্বয়ক রোমানের পাশে দাঁড়ালেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আজ বগুড়া জেলার ধনুট উপজেলা, গোসাইবাড়ি ইউনিয়নের ছোটদিয়া গ্রামে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোমানের জন্য নিসচা চেয়ারম্যান তার প্রতিনিধি দ্বারা আর্থিক সহায়তা প্রদান করেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সার্বিক সহযোগিতা ওনির্দেশনায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা রোমানের বাসায় গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন এবং ইলিয়াস কাঞ্চনের প্রেরনকৃত নগদ অর্থ সহায়তা রোমানের হাতে তুলে দেন। এসময় জেলা কমিটির নেতৃবৃন্দরা রোমানের চিকিৎসার সার্বিক খোঁজখবর সহ চিকিৎসার ব্যবস্থার নানান বিষয় নিয়ে তার পরিবারের সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন এবং জেলা কমিটির পক্ষ থেকে রোমানের চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী কেন্দ্রীয় সমন্বয়ক রোমান এবং তার পরিবার নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোমান বলেন, ইলিয়াস কাঞ্চন স্যার বরাবরই আমি সহ আমার অন্যান্ন সমন্নয়ক এবং বাংলাদেশের ৩০ লক্ষ বেকার যুবকের পাশে সব সময় দাড়িয়েছেন। তিনি আমাদের আন্দোলনের শুরু থেকে আমাদের পাশে একজন অভিভাবক হয়ে ছিলেন। তার অবদান আমরা কখনো ভুলবনা। আজ তিনি আমার অসুস্থ্যতার কথা জানতে পেয়ে আমাকে সহায়তা প্রদান করেছেন সত্যি আমরা ওনার প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য যে, সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করা আন্দোলনকারী কেন্দ্রীয় সমন্বয়ক এর ভেতর রোমান একজন অন্যতম সমন্বয়ক। তিনি আন্দোলন করা অবস্থায় নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে তেমন নজর না রাখায় দিন দিন অসুস্থ্য হয়ে পড়েন। এরপর গত সপ্তাহে তিনি মারাত্মকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয় এবং সেখানে একটি মেজর অপারেশন করা হয় তার। অপারেশন শেষে তিনি বর্তমানে বগুড়া ধুনটে বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শে দুদিন পর আবারও তিনি ক্লিনিকে যাবেন বলে জানা গেছে।

সহায়তা প্রদান কালে সেখানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সহ সভাপতি মিঠু, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, সদস্য আমিন, মমিন, ডা. আবু রায়হান, সাংবাদিক কারিমুল হাসান লিখন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন