English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

৩২ এনজিও’র সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোর্টিয়ামের আত্মপ্রকাশ

- Advertisements -

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি বেসরকারি সংস্থার (এনজিও) মধ্যে ৩২টির সমন্বয়ে গঠিত হয়েছে ইলেকশন অবজারভার কনসোর্টিয়াম (ইওসি)। গতকাল সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছে।

ইওসি’র উদ্বোধন ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ইওসি’র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান বলেন, বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগে স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। তা ধূলিসাৎ হয়ে যায় ৭৫ এর ১৫ আগস্টের পর। আর গণতান্ত্রিক সংস্কৃতি বিকশিত হতে পারেনি। আমরা আবার সুযোগ পেয়েছি। জাতির জনকের কন্যার হাত ধরে আবার গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ এসেছে।

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, সামনের দিন কঠিন যাবে। সফলভাবেই সেটা ওভারকাম করতে পারবেন বলে আশা করি। নির্বাচনে একটা দল নাই। সরকার চাইছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। তাই জনগণের অংশগ্রহণ দরকার। আপনারা নির্বাচনের পর যে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবেন সেটা যেন মাইলস্টোন হয়।

নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই তারা ইসি’র সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইওসি’র প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ে সব নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংগঠনটি।

ইসি’র নিবন্ধিত যে ৩২টি সংস্থা ইওসি’র অন্তর্ভূক্ত সেগুলো হলো-একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস—আরবান, ডিসএ্যাবিলিটি ইনকুইজিশন এ্যাক্টিভিটিজ(দিয়া), আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস), বিবি আছিয়া ফাউন্ডেশন (BAF), লুৎফর রহমান ভূঁইয়া (এলআরবি), যুব উন্নয়ন সংস্থা, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (SPBK), কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস), এসডাপ-এ্যাসোসিয়্যাশন ফর ইন্টিগ্রেটেড সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ফর আন্ডার প্রিভিলিজড পিউপল, ভলান্টারি অর্গানাইজেশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট (ভোসড), সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি), সমাহার – মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ভেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এসডিও), সোস্যাল ইক্যুয়ালিটি ফর ইনফেকটিভ অরগানাইজেশন (সীড), পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো), শীল্ড (সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট এম্পাওয়ারমেন্ট এন্ড লাস্টিং ডেভেলপমেন্ট), এসো জাতি গড়ি (এজাগ), ফোরাম ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এফএফডিএ), প্রকাশ গণ কেন্দ্র (PGK), রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (রাউডো), সার্ভিসেস ফর ইকুইটি এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট (সীড), রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (বাংলাদেশ), ইকো-কনসার্ন এসোসিয়েশন (ECA), এসো বাঁচতে শিখি (এবাস), রুরাল ভিশন (আরভি), পিপলস এ্যাসোসিয়েশন ফর স্যোসাল এডভান্সমেন্ট (পাসা), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মণি সোসাইটি (বিএমএস), অগ্রগতি সেবা সংস্থা (অসেস), এআরডি (এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন