চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে জানিয়ে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশে গত শনিবার (৭ আগস্ট) থেকে করোনার গণটিকাদান কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ।