English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

শনিবার ৪৪ দলের সঙ্গে ফের ইসির সংলাপ

- Advertisements -

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (৪ নভেম্বর) নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, শনিবার সারাদিন বৈঠক করবে ইসি।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

এর আগেও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবার বিএনপিকে সংলাপে ডাকা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মেলেনি। এবারের সংলাপেও দলটিকে ডাকা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন