English

20 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে: সারজিস

- Advertisements -

ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপে রাখবে ছাত্র সমাজ। এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ মঙ্গলবার সকালে, আগারওয়ের পঙ্গু হাসপাতালে ভর্তি ১৪০ জন আহতকে দেখতে গিয়ে তিনি এসব বলেন।

এ সময় সারজিস বলেন, ‘আহতরা এখন পর্যন্ত সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। লাল ফিতার দৌরাত্ম্যে, সরকারি সহায়তায় বিলম্বিত হচ্ছে।’ তাই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্দোলনে আহতদের তালিকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত আহতদের অফিসিয়াল কোনো তালিকা পাইনি। আমরা আশা করি সরকার খুব দ্রুতই তা করবে। সম্ভব হলে আজকেই করবে।’

দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা প্রকাশ করতে নতুন সরকারের স্বাস্থ্য বিভাগকে আহ্বান জানান তিনি।

সারজিস আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দিবে।’

এ সময় এম এইচ গ্লোবাল গ্রুপ আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন