English

26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫
- Advertisement -

বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

- Advertisements -

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।

কেজিপ্রতি বোরো ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।একই সঙ্গে ৩৬ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ধান-চালের পরিমাণ নির্ধারণ করা হলেও গম কতটুকু সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান খাদ্য উপদেষ্টা। যতটুকু পাওয়া যাবে ততটুকুই সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আলী ইমাম বলেন, কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে তার সঙ্গে লাভ যুক্ত করে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, হাওরে ধান কাটা শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। কৃষি উপদেষ্টা হাওরে গিয়ে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।তবে উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চালসহ মোট ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।সে সময় কেজিপ্রতি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কেনা হয়েছিল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন