English

21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

নির্বাচনে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: আইজিপি

- Advertisements -

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে তা পালনের সক্ষমতা আমাদের রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইজিপি। এ সময় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে, সে নীতিতে পুলিশ বাহিনী সব দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। দেশের যেখানেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানেই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

এ সময় আইজিপর সঙ্গে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসানসহ বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে আইজিপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন