English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

জাতীয় সংগীত দিয়ে শেষ হলো বটমূলের বৈশাখী উৎসব

- Advertisements -

বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০। সকাল ৬টা ১৫ মিনিটে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সকাল ৮টা ২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে যোগ দেওয়া দর্শক-শিল্পীরা রমনা থেকে বেরিয়ে চারুকলার দিকে যান।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে শুরু হয় বাঙালির বর্ষবরণ। নতুন বছরের প্রথম সূর্য ওঠার শুরুতেই আনন্দঘন পরিবেশে সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীতের মাধ্যমে নতুন বঙ্গাব্দ ১৪৩০-কে স্বাগত জানান।

এরপর একে একে ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি আর সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় পহেলা বৈশাখের উৎসব। জাতীয় সংগীত গাওয়ার সময় বটমূলে আসা সবাই দাঁড়িয়ে ছায়ানটের শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে সুর মেলান।

এরপর অনেকেই রমনা বটমূল থেকে বের হয়ে চারুকলার দিকে যান। সেখানে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেবেন তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন