English

28 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
- Advertisement -

এমন প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়ে শেষ হবে: উপদেষ্টা নাহিদ

- Advertisements -

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এমন কিছু কার্যকর প্রকল্প নেওয়া উচিত যা অন্তর্বর্তী সরকারের সময়কালে শেষ হবে। বড় প্রকল্প না নিয়ে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে হবে যেন প্রকল্পের সুবিধা সবাই একইভাবে পায়।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সভাকক্ষে কমিশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় বাস্তবায়নাধীন এবং চলমান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা, ২০২১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণের লক্ষ্যে এ তহবিল ব্যবহার করা যাবে।

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন