ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক ৬ থেকে ৭ মার্চ অনুষ্ঠিতব্য “উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকালে তিনি প্যারিসে পৌঁছান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, স্পিকারের সফর সঙ্গী হিসেবে আছেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।