পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে আবারও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস।
ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। রবিবার ও সোমবার সকালে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে ঢাকা ফেরা মানুষের ভিড়।
পবিত্র রমজান শেষে শনিবার মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। সোমবার থেকে শুরু হয় অফিস।