ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদুল আজহায় জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারি না। কারণ জঙ্গিরা কখনই একদম বসে থাকে না।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ বেশকিছু টিম সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেফতার করেছে। অনলাইনেও জঙ্গিদের কার্যক্রম লক্ষ্য করেছি। সাইবার স্পেসেও তাদেরকে নজরদারি করা হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, মাজহাবভিত্তিক ও পিরদের আস্তানা বা উপাসনালয়কেন্দ্রিক যেখানে বড় ঈদের জামাত হয়, এসব জায়গায় জঙ্গিদের টার্গেট থাকে বা শিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোতে আশঙ্কা থাকে। সেসব স্থানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।