ইভিএম মেরামতের খরচের বিষয়টি বিবেচনা করে আজ সোমবার অনুষ্ঠেয় কমিশন সভায় কতগুলো আসনে ইভিএমে ভোট হবে, কতগুলো ইভিএম মেরামত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভার এজেন্ডায় সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি রয়েছে।