English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

মাদক-জঙ্গিবাদ থেকে শিশুদের মুক্ত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

- Advertisements -

শিশুদের জীবনকে আলোকিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘উন্নত ভবিষ্যতের জন্য সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণভবন থেকে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যত’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আজকে যা কিছু আমরা করছি তা আগামীর শিশুদের জন্যই করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে মর্যাদা অর্জন করেছে, সেখানেই থেমে থাকলে চলবে না। আরও এগিয়ে গিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তার লক্ষ্য। যে স্বপ্নটা একদিন জাতির পিতা দেখেছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই আগামীতে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বা বড় বৈজ্ঞানিক হবে বা দেশ পরিচালনার দায়িত্বে আসবে। কাজেই সেভাবেই যেন শিশুরা নিজেদের গড়তে পারে সে ব্যবস্থা তার সরকার করে যাচ্ছে।’

শিশুদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘ছোট্ট সোনামনিদের আমি বলবো, তোমরা পড়াশোনা করো, তোমরা অভিভাবকের কথা শোনো। ভালো থাকো। তোমাদের জন্য যতটুকু যা করার, আমরা করে যাবো। জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন। কাজেই এই স্বাধীন দেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে ও ভবিষ্যৎ উজ্জ্বল হবে; সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন