English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
- Advertisement -

৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না: গভর্নর

- Advertisements -
Advertisements
Advertisements

অর্থনীতি স্থিতিশীল হওয়ার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ করেই কমানো যাবে না।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়ালেও এটা অস্বাভাবিক কিছু নয়। মূলত আগস্ট-সেপ্টেম্বরের বন্যার কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

তিনি বলেন, গত সরকারের (আওয়ামী লীগ) আমলে মূল্যস্ফীতি জোর করে কমিয়ে রাখা হতো। কিন্তু জুলাইয়ের পর থেকে এটা ফ্রি। যার কারণে সঠিক তথ্যই ওঠে আসছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, পণ্যের দাম কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এটি স্থিতিশীল হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম আছে। ডলার রেট বর্তমানে স্থিতিশীল আছে। সুতরাং মূল্যস্ফীতি কমতে বাধ্য। তবে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, প্রতিনিয়ত বাজারে মনিটরিং করা হচ্ছে। অযৌক্তিকভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে।

উল্লেখ্য, অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এছাড়া অক্টোবরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন