সরকার ৬১ জন নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে সোমবার ১৪ ডিসেম্বর)। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব রবীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বলা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা) এর ৭ (ক) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতম্বারা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল -১(এলোকেশন অফ বিজনেস) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে জামুকার ৭০ তম সভার সিদ্ধান্ত মোকাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।
সারা দেশের ৬১ জন নারী মক্তিযোদ্ধাদের মধ্যে কিশোরগঞ্জে ১ জন, মৌলবীবাজারে ১ জন, নাটেরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মনবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন।