আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা বলেন। কয়েক দিন আগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে ১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১১ আগস্ট থেকে বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজ বলেন, ‘দোকানপাট ধীরে ধীরে খুলতে হবে। তবে সবাইকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে কাজও করতে হবে, সুস্থও থাকতে হবে।