সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ কোনো সময় বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত পুরো এলার্ট (তৎপর)। ওরা শুধু সিলেটে নাই, বেনাপোল ও অন্যান্য দিকেও ক্ষতি করছে। বর্ডারে বড় ধরনের কোনো কিছু ঘটে নাই।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবৈধভাবে কেউ থাকতে পারবে না। কোনো দেশেরই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দেব না। হঠাৎ এ সিদ্ধান্ত হয়নি।
আমাদের দেশের সীমান্তে কোনো কিছু হয় নাই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মিছিল করেছে বর্ডারের ওই পারে। যার যার দেশে মিছিল করার অধিকার তার রয়েছে।’
তিনি ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে দেশে সাংবাদিকদের সত্য ঘটনা প্রচারের আহ্বানও জানান।