English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা

- Advertisements -

রাজধানীতে আজ শনিবার সমাবেশ করছে দেশের বড় দুটি রাজনৈতিক দল। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি আর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এ চিত্র দেখা গেছে।

সচিবালয়ের সামনের গেটে র‌্যাবের চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে। জিপিও’র পাশে সচিবালয়ের দিকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা।

নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাবের এক কর্মকর্তা বলেন, আমরা সকাল থেকে সচিবালয় এলাকায় টহলে রয়েছি। সচিবালয় ও তার আশপাশের এলাকায় যেকোনো ধরনের নিরাপত্তায় তৎপর রয়েছি।

এদিকে ঢাকার সবগুলো প্রবেশমুখেও করা হচ্ছে তল্লাশি।

সদরঘাটে কোতোয়ালি থানা পুলিশের ওসি শাহিনুর রহমান বলেন, সব সময় আমাদের তল্লাশি চলে। শুধু আজ না। নিরাপত্তার স্বার্থে তল্লাশি করতে হয়।

মোবাইল চেক করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজ ৩ দলের সমাবেশ। আমরা কাউকে বাদ রাখছি না। সবাইকে তল্লাশি চলছে। ঢাকায় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য এ তল্লাশি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন