English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

‘শেখ হাসিনার ওপর রাগ লাগে না’ প্রশ্নে যা বললেন খালেদা জিয়া

- Advertisements -

চিকিৎসার জন্য গত নভেম্বর মাসে বিদেশ ভ্রমণের কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেই সময়ে তার সঙ্গে দেখা করতে গিয়ে শেখ হাসিনা এবং তার শাসনামলের বিষয়ে জানতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তখন প্রতি উত্তরে শেখ হাসিনা সম্পর্কে কোনো খারাপ শব্দ উচ্চারণ করেননি খালেদা জিয়া।

গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ড. আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষন উনার বাসভবনে।

বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। তিনি জানান, সবসময় খবর রাখেন দেশের।

আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দু:সহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি, তিনি একবারো শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?

তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন। আল্লাহর কাছে বলি।

আমি অবাকই হই। ১৫টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মানে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন